ঝালকাঠি প্রতিনিধিঃ
“এসো দেশ, পৃথিবী বদলাই” এই ¯েøাগানকে সামনে রেখে তারুন্যের উৎসব ২০২৫ এর তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে রচনা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতায় ঝালকাঠি সদর উপজেলার আওতাধীন স্কুল, কলেজ ও মাদ্রসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। এই অনুষ্ঠানে ঝালকাঠির সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহামুদ আলম জোমাদ্দারসহ বিভিন্ন বিদ্যালয় ও কলেজের মনোনিত কয়েকজন শিক্ষক বিচারকের দায়িত্ব পালন করেছেন।