ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে মধ্য রাত পর্যন্ত তারুণ্যের কনসার্টের আয়োজন করা হয়েছে। বুধবার সন্ধ্যার পর থেকে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত নৃত্য পরিবেশন করে এবং ঢাকা, বরিশাল ও খুলনা থেকে আরও কিছু নামীদামী শিল্পী এই কনসার্টে সংগীত পরিবেশন করেন।
ঝালকাঠি বৈষম্যবিরোধী ছাত্রদের তত্ববধান ও তাদের সঞ্চালনায় এই কনসার্ট অনুষ্ঠানে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক অন্তরা হালদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সেনাবাহিনীর কর্মকর্তারাসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তার এবং শত শত মানুষ এই কনসার্ট উপভোগ করেন।