ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে তারুণ্যর উৎসব উপলক্ষে কৃষকের আনন্দ উৎসরে আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সুগন্ধা বিশখালী গাবখান নদীর মোহনা সংলগ্ন ইকোপার্কে দিনব্যাপি এই উৎসবে কৃষকদের আনন্দ দেয়ার জন্য বিভিন্ন প্রতিযোগীতামূলক খেলাধুলার আয়োজন করা হয়েছে। খেলাধুলার মধ্যে ছিলো তৈলাক্ত কলাগাছ বেয়ে ওঠা, চোখ বেঁেধ কৃষক নিজের স্ত্রীকে সাজানো ও নিজ স্ত্রীকে কোলে নিয়ে দৌড় প্রতিযোগীতা, মহিলাদের জন্য চোখ বাধা অবস্থায় হাস ধরা, চেয়ার সেটিং, বালিশ বদলসহ সর্বমোট ১০টি প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।
বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাওসার প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সোহরাব হোসেন, পুলিশ সুপার উজ্জল কুমার রায়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
অন্যদের মধ্যে অতিক্তি জেলা প্রশাসক কাওছার হোসেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারিয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শাকিলা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক অন্তরা হালদারসহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও কয়েকশত কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কৃষিবিধ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন বক্তব্য রাখেন।