ঝালকাঠি প্রতিবেদকঃ-
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উৎযাপন উপলক্ষে ঝলকাঠিতে সাইকেল র্যালী ও চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুর ১২ টায় শহরের কালেক্টরেট স্কুলে শিক্ষার্থীদের আঁকা “জুলাই অভ্যুথান-২০২৪” এর চিত্রকর্ম প্রদর্শনী আয়োজন করা হয়।
প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাক্তার এইচ এম জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার। প্রদর্শনীর বহু চিত্রকর্মের মধ্যে শহীদ শিক্ষার্থী আবু সাঈদ, মীর মুগ্ধসহ জুলাই অভ্যুথানের নানা ঘটনার দৃশ্য তুলে ধরেছেন শিক্ষার্থীরা।
সকাল ১০টায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ঝালকাঠিতে সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালীটি শুরু করা হয়ে শহরের গুরুপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একওই স্থানে এসে শেষ হয়। র্যালী উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। ব্যাংকারস এসোসিয়েশনের সহযোগীতায় এ র্যালীর আয়োজন করে জেলা প্রশাসন।
চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তরুণদের উদ্দেশ্যে বলেন, নৈতিক অবক্ষয়ের কারণে জুলাই অভ্যুথানের মতো একটি ঘটনা ঘটেছে। সেই নৈতিক অবক্ষয় রোধ করতে।পারলেই আমাদের স্বপ্নগুলো সার্থক হবে। এ জন্য নতুন প্রজন্মকে নৈতিকতার শিক্ষায় শিক্ষিত করতে হবে।