ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির ব্যস্ততম এলাকাগুলোর ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শতাধিক ছাত্ররা। পুলিশের অনুপস্থিতিতে তারা কাঁধে তুলে নিয়েছেন এ দায়িত্ব।
শনিবার সকালে কিছু সময়ের জন্য ট্রাফিক পুলিশ মাঠে নামে পরে পুনরায় রোদ বৃষ্টির মধ্যে কাজ করছে ছাত্র ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। রাস্তায় যানবাহনের শৃঙ্খলা ফেরাতে শহরের বিভিন্ন পয়েন্টে দ্বায়িত্ব পালন করছে তারা।
এদিকে সড়কে দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছে বাঁচতে হবে বাঁচাতে হবে নামের একটি সামাজিক সংগঠন। সংগঠনের উদ্যোক্তা মো. রায়হান খান সড়কের দায়িত্বে থাকা ছাত্রদের হাতে খাবার তুলে দেন।