ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাঁধ ভাঙ্গা জোয়ারের মত মানুষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে।
রবিবার সকাল ৯টায় রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মো. জোহর আলী আনুষ্ঠানিক শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন শীর্ষ পুলিশ কর্মকর্তাদের নিয়ে পুষ্পমাল্য অপর্ণ করেন।
ধারাবাহিকভাবে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ সরদার মোঃ শাহ আলম ও সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করেন। পৌর মেয়র আলহাজ¦ লিয়াকত আলী তালুকদার, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা পুষ্পমাল্য অপর্ণ করেন।
এর পূর্বে জেলা আওয়ামী লীগ দলী কার্যালয়ের সামনে, পৌরসভার মেয়র কাউন্সিলরদের নিয়ে এবং উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান উপজেলা পরিষদ নিয়ে নিজস্ব কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মুড়ালে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন।