ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জেলা পর্যায়ে ৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কাড়িগড়ি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজিত গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরুস্কার বিতরণের মধ্যে দিয়ে হয়েছে। মঙ্গলবার এই প্রতিযোগীতা দিনব্যাপি আয়োজনের মধ্যে থেকে শেষ হয়। এই প্রতিযোগিতায় সাতার, দাবা ও ছেলেমেয়ে উভয় গ্রæপের জন্য কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
ঝালকাঠি জেলার ৪টি উপজেলার বিজয়ী দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। কাবাডি প্রতিযোগিতায় মেয়েদের বিভাগ রাজাপুর উপজেলা দল নলছিটি উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে এবং ছেলেদের গ্রæপে কাবাডি প্রতিযোগিতায় কাঠালিয়া উপজেলা দল নলছিটি উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। উদ্ভোধনী ম্যাচে বিকেলে ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি ও পুলিশ সুপার উজ্জল কুমার রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রেখে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। উদ্ভোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার সুনীল চন্দ্র সেন। এই অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার হোসেন আহম্মেদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু।
মঙ্গলবার সকাল ১০টায় ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আসিটি সাজিয়া আফরোজ আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার উদ্ভোধন করেছেন। তিনি জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্ভোধন করেন এবং খেলোয়ারদে সাথে পরিচিত হন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলো চালিয়ে যেতে হবে। শরির গঠনের জন্য খেলাধুলার বিকল্প নেই। স্বাস্থ্য ভাল রাখার জন্য আমাদের শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি পড়ালেখার মতই মনযোগী হতে হবে।