ঝালকাঠি প্রতিনিধিঃ
গ্রেনেট হামলা দিবস উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে । শনিবার বিকাল ৪টায় ঝালকাঠি প্রেসক্লাবেন সামনের সড়কে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি করা হয়েছে।
জেলা আওয়ামী লীগ সহসভাপতি এ্যাড. আব্দুল জলিলের সভাপতিত্ব মানববন্ধনের আলোচনায় জেলা আ.লীগ সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, শহর আওয়মীলীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ লিয়াকত আলী তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, জেলা মহিলা লীগের আহ্বায়াক ইসরাত জাহান সোনালী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা যুব লীগ আহ্বায়ক রেজাউল করিম জাকির, আ.লীগ নেতা আবু সাইদ খান ও জেলা ছাত্রলীগ শফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
বক্তারা বাংলাদেশের ইতিহাসের এই জঘণ্যতম ঘটনার সাথে জরিত তারেক রহমানসহ দেশের বাইরে যারা রয়েছে তাদেরকে এনে বিচারের মুখোমুখি করা ও দ্রুত বিচার কাজ সম্পন্ন করে এদের শাস্তি নিশ্চিত করার দাবী যানান হয়েছে। পরে আছরবাদ জেলা আওয়ামী লীগ কার্যালয় জেলা আওয়ামী লীগ ধর্ম বিষয়ক সম্পাদক মু. আঃ রশিদের পরিচালনায় দোয়া মাহফিলে আয়োজন করা হয়।