ঝালকাঠি প্রতিনিধিঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রেসক্লার হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম,জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাই।
পৌর আমীর মাওলানা মনিরুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,বিএনপি নেতা অ্যাডভোকেট শামীম আলম বাবু, পৌর জামায়াতের সেক্রেটারীমোঃ শাহাবুদ্দিন,ছাত্রশিবির সভাপতি মোঃ সায়েম হোসেন। সভায় বক্তারা ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন। ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পরে নান ধরণের অপচেষ্টা চলছে তা রুখে দেওয়ার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের। সভায় জামায়াতে ইসলামী,ছাত্রশিবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।