কাজী খলিলুর রহমান ঝালকাঠি প্রতিনিধি
কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান , তাঁর পরিবারের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ঝালকাঠি শাখার পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আজ রবিবার জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ে সভা কক্ষ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে এলাকার কর্মহীন শতাধিক অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলীর শতাধিক অসহায় নারী-পুরুষের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন।
এ সময উপস্থিত ছিলেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও উন্নযন ব্যবস্থাপক মোহাম্মদ আমির হোসেন মন্টু, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সিনিয়র ম্যানেজার ও শাখা ইনচার্জ ঝালকাঠি জোন অপারেশন সেন্টার মো. মিজানুর রহমান, হালিম গাজী , ও ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী খলিলুর রহমান