ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিভিন্ন সংগঠনের উদ্যোগে শহরের মিছিল করা হয়। পরে শহরের থানার মাঠের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন এর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্ট, জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু সহ দলীয় নেতৃবৃন্দ।