ঝালকাঠি প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির নলছিটিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মগড় ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে পরিষদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কৃষকেদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন তালুকদার।
মগড় ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মো. সালমান ইসলাম রুবেল এর সভাপতিত্বে¡ অনুষ্ঠানে অন্যানের মধ্যে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সমন্বয় বিষয়ক সম্পাদক কৃষিবিদ সিরাজুর নবী মামুন,জেলা কৃষকদলের সভাপতি তদগির হোসেন, সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা,শহর কৃষকদলের সভাপতি ফারুক গাজী,ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়র মহিউদ্দিন সরদার বক্তব্য রাখেন। কৃষক সমাবেশে মগড় ইউনিয়নের শত শত কৃষক উপস্থিত ছিলেন। পরে উপস্থিত কৃষকদেরকে উন্নত মানের খেচুরি খাওয়ানো হয়।