ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জরায়ু মুখের ক্যান্সার প্রতিশোধক ভ্যাক্সিন প্রদান উপলক্ষে জেলা পর্যায়ে বিশেষ এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় স্বাস্থ্য অধিদপ্তর এবং ইউনিসেফের সার্বিক সহযোগিতায় এডভোকেসি সভায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মোঃ কাওছার হোসেন। সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় এই প্রকল্পের করনীয় বিষয় ও এই ভ্যাক্সিন ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টরা এডভোকেসি সভায় উপস্থিত ছিলেন।
বরিশাল বিভাগীয় ইউনিসেফ প্রতিনিধি ডাঃ আহসানুল ইসলাম, সদর হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডাঃ আবুয়াল হাসান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সুখ লাল বৈদ্য, শিক্ষা বিভাগের জেলা পর্যায়ের কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশন, ইমাম, শিক্ষক ও সাংবাদিকরা এই এডভোকেসি সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও এনজিও প্রতিনিধি, ইয়ুথ গ্রæপ, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিথ ছিলেন। সভায় অন্যদের মধ্যে প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মশিউর রহমান, মাওলানা মোক্তার হোসেন, ডাচ বাংলার নির্বাহী পরিচালক মিজানুর রহমান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন খান বক্তব্য রাখেন। ৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ঝালকাঠি জেলায় ৩২ হাজার ৪৪২জন কিশোরীদের এই ভ্যাক্সিন প্রদান করা হবে। এরমধ্যে ১ হাজার ৯১জন স্কুল বহিঃর্ভূত কিশোরী রয়েছে।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, যেসকল প্রতিষ্ঠান এই ক্ষেত্রে দায়িত্ব পালন করবেন তারা আন্তরিকভাবে এই কাজ করবেন এবং এই কর্মকান্ডের সফলতা নির্ভর করছে সকলের সংঘবদ্ধ প্রচেষ্টার উপর। তিনি আরও বলেন আমাদের ৩২ হাজার ৪৪২জন কিশোরীদের ঝুকির মধ্যে পিছনে ফেলে যাব না এই কর্মসূচি সফল করে তাদের স্বাস্থ্য সুরক্ষা করেই আমাদের সাথে নিয়ে যেতে হবে।