ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ইউপি সদস্যসহ দুই পক্ষের ১২জন আহত হয়েছে। মঙ্গলবার রাতে ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো বর্তমান ইউপি সদস্য আলম তালুকদার, তার স্ত্রী তাসলিমা বেগম, ছেলে সাগর তালুকদার, জুবায়ের, আমেনা বেগম, শাকিল তালুকদার, কনক তালুকদার, অপর পক্ষের শাহ আলম, আক্কাস, লিটন, মাইনুল ইসলাম রুবেল, রেজাউল করিম জয়। এ ঘটনায় ইউপি সদস্য আলম গ্রুপ সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন। দুই গ্রুপের আহতরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
আলম মেম্বর জানান, পুর্ব শত্রুতার ঝের ধরে পার্শ্ববর্তী লিটন হোসেন তাকে বাড়ির সামনে বের হতে বলে। তারা বাড়ির সামনে বের হলে উৎপেতে থাকা চৌকিদার বাড়ির রানা, শাহ আলম, আফজাল, আক্কাস হাওলাদারসহ প্রায় অর্ধ শতাধিক সন্ত্রাসী তাদের বেরিকেট দিয়ে এলোপথারি কুপিয়ে তাদের আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আবার পিটাতে থাকে। সদর হাসপাতালে ভর্তি করলে সেখানেও তারা চিকিৎসা নিতে বাধা দিলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় হত্যাচেষ্টা মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এ ব্যাপারে লিটন হাওলাদার মুঠোফোনে জানান, মেম্বরের ছেলে সাগর, শাকিল ও যুবায়ের তাদের লোকজনকে প্রথমে মারধর করে। এ বিষয়ে জিগ্যেস করতে গেলে তাদের ৫জনকে কুপিয়ে আহত করে। তারও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।
ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান জানান এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পাওয়া গেলে ব্যাবস্থা নেওয়া হবে।