ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি শহরের ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে দু’দিন ব্যাপি কর্মসূচির দ্বিতীয় দিনে বাসপট্টি শ্রী শ্রী রাধা গোবিন্দের মন্দির আঙ্গিনায় সনাতনি যুব সংঘের উদ্যোগে বিনামূল্যে শিশুদের জন্য চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় শতাধিক শিশুকে এই সেবা প্রদান করা হয়েছে। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অবসর প্রাপ্ত প্রফেসর ডা. অসীম কুমার সাহা বিনামূল্যে চিকিৎসা শিবির পরিচালনা করেছেন এবং অসীমাঞ্জলী ফাউন্ডেশন এতে সহযোগীতা করেছেন।
এই সময় কবিতা চক্রের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন বাকলাই ১০জন বয়স্ক ব্যক্তিদের ডায়াবেসিক পরীক্ষার ব্যবস্থা করেন। চিকিৎসা শিবিরে সেবা নিতে আসা শিশুদের অভিভাবকরা এই কর্মসূচিকে সাধুবাদ জানান।