ঝালকাঠি প্রতিনিধিঃ
শুরু হয়েছে বাঙালির শোকের মাস আগস্ট। ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি জাতি হারিয়েছে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ক্ষমতাসীন আওয়ামী লীগসহ দেশের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন আগস্টকে শোকের মাস হিসেবে পূর্বের ন্যায় পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ১ আগষ্ট ররিবার সন্ধ্যায় ঝালকাঠিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্জ্বলন করেছে জেলা ছাত্রলীগ। শহরের কালীবাড়ি সড়কের বারচালা প্রাঙ্গনে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম আল আমিন। সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুর রহমান রাহাত, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ, শহর ছাত্রলীগের সভাপতি জুবায়ের হোসেন, সাধারণ সম্পাদক নাদিম মাহমুদসহ জেলা ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ, শহর ছাত্রলীগ, সরকারী কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা।