ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলা কীর্তিপাশা রুনসী গ্রামে তিন্নী(১৯) নামে সদ্য বিবাহিত গৃহবধুর ঝ‚লন্ত লাশ উদ্ধার হয়েছে । বৃহস্পতিবার সকাল ১১ টায় এই ঘটনা ঘটেছে ।
তিন্নীকে তার শশুড়বাড়ীর লোকজন ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আনা হলে ডাক্তার মৃত ঘোষনা করেন । তিন্নীর পিত্রালয় থেকে দাবি করা হয়েছে তিন্নীকে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে আতœহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে । খবর পেয়ে ঝালকাঠি থানা পুলিশ হাসপাতালে গিযে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েেেছ ।
তিন্নীর সাথে বরিশাল শহরের কাউনিয়া এলাকার বাসিন্দা হারুনারসিদ হাওলাদাররের কন্যা তিন্নীর সাথে ঝালকাঠি সদর উপজেলা রুনসি গ্রামের নাসিম তালুকদারের পুত্র রাকিব তালুকদারের সাথে ৫ মাস পূর্বে বিয়ে হয় ।
রাকিব অটো চালাতো এবং তিন মাস পূর্বে থেকে সে নিয়মিত অটো চালাতো না । পুলিশ হাসপাতালে আসার পর তিন্নীর শশুড়বাড়ীর লোকজন পালিয়ে যায় । এ ব্যাপারে ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান জানিয়েছেন । মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন এবং তিন্নীর মৃত আতœহত্যা না হত্যা ময়নাতদন্তের পর পরিষ্কার হবে । এ ব্যাপারে ঝালকাঠি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ।