ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে গত ২৪ ঘন্টায় বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে ও ২৭ জন আক্রান্ত হয়েছে। ঝালকাঠির রাজাপুর উপজেলায় রাবেয়া বেগম(৮৫), নলছিটি উপজেলায় জালাল আহমেদ (৬৫) এবং সদর হাসপাতালে মার্জিনা সুলতানা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে।
ঝালকাঠি জেলায় এ নিয়ে ৬৮ জনের মৃত্যু হয়েছে ও ৪২৭৫ জন আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগ এর পর্যন্ত ১৩০৭৯ জনের নমুনা পরীক্ষা করেছে, এর মধ্যে ৮৭০৮ জন নেগেটিভ হয়েছে। সুস্থ্য হয়েছে ২১৩৪ জন। বর্তমানে হোম আইসোলেশন এ ২০২০ ও হাসপাতালে ৫৩ জন রয়েছে।