ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে দুইটি পৌরসভা ও ৩২ টি ইউনিয়নের মোট ৪৪ টি কেন্দ্রে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
আজ ৭ আগষ্ট শনিবার সকাল ১১ টায় বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন। বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশাল সাস্থ্য বিভাগের পরিচালক বাসুদেব কুমার দাস, ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী উপস্থিত ছিলেন।
বৈরি আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে কেন্দ্রগুলোতে টিকা গ্রহনের আগ্রহীদের ভীর ছিল। মুক্তিযোদ্ধা, বয়স্ক ও নারীদের অগ্রাধীকার ভিত্তিতে এ টিকাদান কর্মসূচি চলছে। একদিনে জেলায় মোট ২৩ হাজার ৬০০ জনকে চীনের তৈরী সিনোফার্মের এ ভ্যাকসিন দেয়ার লক্ষ্যমাত্রা নিয়ে সকাল ৯ টা থেকে এ কর্যক্রম শুরু হয়। তবে স্বাস্থ্য বিভাগের ৮৮ জন কর্মী এবং ১৩২ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন।