ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে মঙ্গলবার সকাল ১১টায় স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তা ও স্থানীয় কর্মকর্তাদের নিয়ে কুষ্ঠ রোগ নির্ণয় বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বর্তমানে কুষ্ঠ রোগ পরিসংখ্যান এই রোগ নির্মূল হয়েছে এই ধরণের তথ্য আসলে স্বাস্থ্য বিভাগ বিশ্বাস করে তথ্যের কোন কোন জায়গায় দুর্বলতা রয়েছে এবং সেকারণে সঠিকভাবে রোগ চিহ্নিত করার প্রক্রিয়া ও পদ্ধতি সনাক্ত করার লক্ষে এই এডভোকেসি সভা।
সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলামের সভাপতিত্বে এই এডভোকেসি সভায় কুষ্ঠ রোগ বিষয়ক প্রগ্রামের উপ-পরিচালক ডাঃ আব্দুল্লাহ আল মুরাদ, সহকারী পরিচালক ডাঃ সুমন বনিক, প্রাক্তন উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম ও প্রাক্তন কান্ট্রি ডিরেক্টর ডাঃ ডেনিয়াল পাহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোস্তাফিজুর রহমান এই বিষয়ে মাল্টিমিডিয়ায় তথ্য উপস্থাপন করেন। ঝালকাঠি সদর উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ রিফাত আহম্মেদ, নলছিটি উপজেলার ডাঃ শিউলি পারভীন, কাঠালিয়া উপজেলার ডাঃ তাপস কুমার তালুকদার আলোচ্য বিষয়ের উপরে বক্তব্য রাখেন।