ঝালকাঠি প্রতিনিধিঃ
বরিশাল বিভাগের মধ্যে ঝালকাঠি জেলা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম থেকে ৯ম শ্রেণির নারী শিক্ষার্থীদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে ভ্যাক্সিন প্রদানের কার্যক্রম শুরু হয়ে আগামী ২৪ অক্টোবর থেকে ১৮ কর্মদিবসর মধ্যে ভ্যাক্সিন কার্যক্রম সম্পন্ন হবে। এই কর্মসূচিকে সামনে রেখে ঝালকাঠি জেলার সাংবাদিকদের নিয়ে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সিভিল সার্জন ডাঃ এইচ জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে বরিশাল বরিশাল বিভাগীয়
ইউনিসেফ প্রতিনিধি ডাঃ আহসানুল ইসলাম, এই কর্মসূচির সহায়তাকারী প্রতিষ্ঠান বরিশালের ডাঃ মোঃ সানি আলম চৌধুরী ও ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান সহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সিভিল সার্জন সাংবাদিকদের এই কর্মসূচি সফল করার জন্য ও প্রচার প্রচারণার মুখ্য ভ‚মিকা পালন করার জন্য আহŸান জানান।
জেলায় প্রত্যেক প্রতিষ্ঠানে এই শ্রেণিভ‚ক্ত কন্যা শিক্ষার্থীদের নিবন্ধন করতে হবে এবং নিবন্ধন করার পরে রেজিষ্ট্রেশন পাবেন। যাদের রেজিষ্ট্রেশন থাকবে তাদেরকেই এই মূল্যবান ভ্যাক্সিন প্রদান করা হবে এবং ভ্যাক্সিন প্রদান শেষে এই শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হবে। প্রতিটি ভ্যাক্সিনের ক্রয়মূল্য ৩ হাজার টাকা এবং মাঠ পর্যায়ে এর জন্য ব্যয় হবে প্রতিটি ভ্যাক্সিনের বিপরীতে ৫ হাজার টাকা খরচ হবে। ঝালকাঠি জেলায় প্রাথমিক শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী জেলায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ভ‚ক্ত ৯৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম থেকে ৯ম শ্রেণির ছাত্রীর সংখ্যা ৩১ হাজার ৩৬১জন এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সি কিশোরীরর সংখ্যা ১০৯১জন সর্বমোট ৩২ হাজার ৪৫২জনকে এই ভ্যাক্সিন দেয়ার লক্ষ্যমাত্রা নিয়ে স্বাস্থ্য বিভাগ মাঠে নামবেন।
সভায় মূল বিষয়ের উপরে মাল্টিমিডিয়ায় উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোস্তাফিজুর রহমান। জরায়ু প্রদাহ জনিত কারণে ক্যান্সার ও প্রজনন তন্ত্র অনেক সময় ঝুকিপূর্ণ থাকে বাল্য বিবাহ এই রোগ বিস্তারের অন্যতম কারণ। এছাড়াও একাধিক যৌনমিলন জরায়ু ক্যান্সারের অন্যতম কারণ।