ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে করোনা ভাইরাসের বিস্তাররোধে জন সচেতনতা সৃষ্টি এবং নো মাস্ক নো সার্ভিস, মাস্ক পরুন সেবা নিন ইত্যাদি ক্যাম্পেইন বলুন প্রচার নিমিত্বে দুই ব্যাচে দুদিন ব্যপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিটি ব্যাচে ২০জন করে সাংবাদিক সুশিল সমাজের প্রতিনিধি, সরকারি প্রতিষ্ঠান প্রধানরা অংশগ্রহণ করেছে।
মঙ্গলবার সকাল ১০টায় ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী সভাপতিত্ব করেন। কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার অতিথি ছিলেন।
কর্মশালায় সাংবাদিক মানিক রায় কাউন্সিলর হুমায়ুন কবির সাগর, রাজাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সাহেব আলী জেলা কৃষি বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা ব্যবসায়ী জয়ন্ত সাহা, সাংবাদিক পলাশ রায়, প্রমূখ করনিয় বিষয় সুপারিশ ভিত্তিক বক্তব্য রাখেন। অংশগ্রহণকারীদের মতামত নিয়ে করনীয় বিষয় নির্ধারণে সিদ্ধান্ত নিবেন। সোমবার বরিশাল বিভাগের কমিশনার মো. সাইফুল ইসলাম বাদল দু ব্যাচে এই প্রশিক্ষণ কর্মশালার ভার্চুয়ালী উদ্বোধন করেন।