ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় ক্রমান্বয় করোনা আক্রান্তের হার কমে আসছে। গত ২৪ঘন্টায় সোমবার ৪জন আক্রান্ত হয়েছে। গত ১ আগস্ট থেকে ১৬ই আগস্ট পর্যন্ত ৩৬১জন আক্রান্ত হয়েছে ও ৭জনের মৃত্যু হয়েছে।
১ আগস্ট আক্রান্তর সংখ্যা ছিল ৭৭ জন এরপর থেকে ধীরে ধীরে আক্রান্তর সংখ্যা কমে এসে সর্বনিম্ন পর্যায়ে পৌছেছে। এপর্যন্ত স্বাস্থ্য বিভাগ ১৩ হাজার নয়শত ৪৭জনের নমুনা পরীক্ষা করেছে।
এরমধ্যে ৪৪৫৮জন পজেটিভ ও ৯৪৪৮জন নেগেটিভ রিপোর্ট এসেছে। ৭১ জনের মৃত্যু হয়েছে সুস্থ্য হয়েছে ২৬১৮জন। বর্তমানে হোম আইসোলিশনে ১৭৫৬জন ও হাসপাতালে ১৩জন রয়েছে। ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের তথ্য সূত্রথেকে এই তথ্য পাওয়া গেছে।