ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে আলোচনা সভা, কবিতা আবৃত্তিসহ নানা আয়োজনে কবি কামিনী রায়ের ৯১ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
আজ সকালে জেলা গণগ্রন্থগারের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। এদে সার্বিক সহযোগীতা করেন ঝালকাঠি কবিতা চক্র।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়। জেলা গণগ্রন্থগারের লাইব্রেরিয়ান শেখ রুবেল আনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
মূল প্রবন্ধ পাঠ করেন ঝালকাঠি কবিতা চক্রের সাধারন সম্পাদক আল আমিন বাকলাই। অনুষ্ঠানে লেখক, কবি, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।