ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে এফবিসিসিআই এর উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১২ টায় চেম্বার কার্যালয়ে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে উদ্বোধন করেন ১৪ দলের সমন্বয়ক সংসদ সদস্য আমির হোসেন আমু।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো.জোহর আলী,জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লা পনির। চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি সালাহ উদ্দিন আহমেদ সালেক এর সভাপত্বিতে সাংবাদিক ও বিভিন্ন ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন। জেলার শতাধিক ব্যাবসায়ীদের মাঝে মাস্ক স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।