ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার পোনাবলিয়া ইউনিয়নের হাজরাগাতি গ্রামে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। এই গ্রামের মাসুম হাওলাদারের বাড়ির সকলকে অজ্ঞান করে নগদ ১০ হাজার টাকা ও ৭ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। শনিবার দিবাগত রাত ১টায় দিকে এই ঘটনা ঘটেছে।
অজ্ঞান অবস্থায় মাসুম হাওলাদার(২২), তার স্ত্রী সুমি বেগম(১৯), মা হাজেরা বেগম(৬০) ও বাড়িতে বেরাতে আসা আত্মিয় রবিউলকে(৮) ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞাত দূর্বৃত্তরা ঘরের গ্রিল(জানালা) খুলে বিতরে প্রবেশ করে এবং চেতনানাশক স্প্রে প্রয়োগ করে সকলকে অজ্ঞান করে মালামাল নিয়ে যায়।
গৃহিনী সুমি জানায়, র্দুবৃত্তরা পাশের বাড়িতে অনুরূপ হানা দিলে সেই পরিবারে লোকজন টের পেয়ে যায় এবং আমাদেরকে শর্তকরার জন্য ঘরে এসে ডাকা ডাকি করে, আমাদের সারা না পেয়ে জানালা ভাঙ্গা দেখে ভিতরে প্রবেশ করে এবং সকলকে অজ্ঞান অবস্থায় দেখে আমাদের হাসপাতালে এনে ভর্তি করেন । এ ব্যাপারে ঝালকাঠি সদর থানায় অভিযোগ দায়ের প্রক্রিয়া চলছে বলে মাসুম হাওলাদারের পরিবার জানায়।