ঝালকাঠি প্রতিনিধিঃ
দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টার্নিং কর্মকর্তা মো. আব্দুস সালেক তাঁর কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেন।
এসময় জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল উপস্থিত ছিলেন।
ঝালকাঠি সদর উপজেলায় চেয়ারম্যান পদে তিন জন,ভাইস চেয়ারম্যান পদে তিন জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন অংশ নিয়েছেন। নলছিটি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পদে ছয় জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন অংশ গ্রহন করছে।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম ও পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানিয়েছেন,সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষে প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।