ঝালকাঠি প্রতিনিধিঃ
ইউপি সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অপসারন দাবিতে ঝালকাঠির নলছিটি উপজেলা ২নং মগড় ইউনিয়ন পরিষদের সেবা বঞ্চিত এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদের সামনের নাগরিক সেবা বঞ্চিত সর্বস্তরের জনগনের এ আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ এ কর্মসূচী পালন করা হয়।
মনববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,মোঃ রাসেল খান,সেলিম আহম্মেদ,মোঃ রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্যরা।
বক্তারা বলেন, ৫ আগস্ট স্বৈরাচার সরকার পতনের পরে ইউনিয়ন চেয়ারম্যান পালিয়ে গিয়েছে।
বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউপি সদস্য মোঃ জামাল মল্লিক ও সচিব মোঃ রাসেল ইউনিয়ন পরিষদে বিভিন্ন রকমের অনিয়ম দুর্নীতি নৈরাজ্য করছে। শহীদদের ও রাষ্ট্রের অর্মজাতা করে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকা উত্তোলন করেনি। সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদের কোন নাগরিক সেবা পাচ্ছেনা। তাই দুর্নীতিবাজ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিব কে দ্রæত অপসারন দাবি করেন বিক্ষোভ কারীরা।