ঝালকাঠি প্রতনিধিঃ
ঝালকাঠিতে ইউপি নির্বাচনে একটানা ৯বার নির্বাচিত হয়ে বাংলাদেশের মধ্যে রেকর্ড সৃষ্টি করেছেন, গিনেস বুক অফ ওয়াল্ড রেকর্ড অন্তর্ভুক্ত হওয়ার অপেক্ষায় বলে জানিয়েছেন বাসন্ডা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক।
তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি। ১৯৭৭ সাল থেকে এই ইউনিয়নের র্নিবাচনে বিজয়ী হয়। এই ইউনিয়নে ৪৪ বছর যাবৎ ঝালকাঠি পৌরসভা সংলগ্ন এই ইউনিয়নে চুরি, ডাকাতি ও রাহাজানি, সন্ত্রাস দমনে উল্লেখযোগ্য ভূমিকা ও সাফল্য অর্জন করে ইউনিয়নবাসীকে নিরাপদ জীবন যাপনে সহায়ক ভূমিকা পালন করে ইউনিয়নবাসী মন জয় করে আসছেন। ইউপি চেয়ারম্যান পদে টানা ৯বার নির্বাচিত হয়ে গিনেস বুক অফ ওয়াল্ড রেকর্ড সৃষ্টির পথে এগিয়ে যাচ্ছেন
২২ জুন অনুষ্ঠিত নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ২৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রার্থী হাফেজ মাওলানা আলী আজাদ নুরানী ৪২০ ভোট পেয়েছেন। এই ইউনিয়নে ভোটার সংখ্যা ১১০১৫জন। মোট বৈধ ভোট ৬৮৯৬ এর মধ্যে ১৩৪টি ভোট বাতিল হয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি জেলা ক্রীড়া সংস্থার সদস্যসহ একাধিক সংগঠনের সাথে সম্পৃক্ত । সংসার জীবনে তিনি ৪ কন্যা সন্তানের জনক।