ঝালকাঠি প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে ঝালকাঠিতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে আশা ঝালকাঠি সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রে ক্যাম্পের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার এইচএম জহিরুল ইসলাম। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রিফাত আহম্মেদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মো. মোস্তাফিজুর রহমান, আশা’র সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ মমিন আলী, সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ বাবুল হোসেনসহ আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন আশার মেডিকেল অফিসার ডাক্তার রজত ভট্টাচার্য্য এবং ফিজিও থেরাপি সেবা প্রদান করনে ফিজিওথেরাপিষ্ট সুমন ওঝা। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি ফিজিওথেরাপি সেবা, ডায়াবেটিস পরীক্ষা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
আশা করপোরেট সোস্যাল রেসপনসেবিলিটি কার্যক্রমের আওতায় বছরে কয়েক লক্ষ মানুষকে স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ, শীতবস্ত্র ও স্যানিটেশন সেবা প্রদান করে আসছে।