ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে আন্তর্জাতিক যুব দিবস র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয়েছে। এবছরের প্রতিপাদ্য বিষয় ছিল “খাদ্য ব্যবস্থাপনার রুপান্তর, মানুষের জন্য যুব উদ্ভাবন”।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এই দিবস উপলক্ষ্যে র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে আলোচনা সভায় ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী প্রদান অতিথি ছিলেন।
যুব উন্নয়নন অধিদপ্তরের উপপরিচালক নিশাত ফরিহা এর সভাপতিত্বে আলোচনা সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের কো-অর্ডিনেটর মোতাহার রহমান সহকারী পরিচালক মোঃ মহসীনসহ ৪ উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তারা বক্তব্য রাখেন। যুব সংগঠনের সদস্য ও প্রশিক্ষিত আত্মকর্মী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।