ঝালকাঠি প্রতিনিধিঃ
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কলেজ রোড দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান।
পৌর জামায়াত সেক্রেটারী মো. সাহবুদ্দিন খলিফার সভাপতিত্বে অন্যদের মধ্যে পৌর সহকারী সেক্রেটারী সাইফুল ইসলাম বাবু, পৌরসভার কর্মপরিষদ সদস্য মো. সরোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। পরে বীর শহীদদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জেলা ও পৌর জামায়াতে ইসলামী’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।