ঝালকাঠি প্রতিনিধিঃ
“আমাকে ছাড়া আমরা বিষয়ে কোন সিদ্ধান্ত নয়” ¯স্লোগানে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষ্যে ঝালকাঠিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় প্রেসক্লাবে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন জেলা কমিটির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত ঘোষণাপত্র পাঠ করেন,আন্তর্জাতিক নারী দিবস উদযাপন জেলা কমিটির আহ¦ায়ক ফাতিমা জাহান রুনু।
ঘোষণাপত্র বলা হয়, নারীর মুক্তি, ক্ষমতায়ন ও অধিকার কেবল কাগজে, শ্লোগানে বা বক্তৃতায় থাকলে হবে না। প্রকৃত বাস্তবায়ন ঘটাতে হবে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ পারিবারিক, সামাজিক এবং জাতীয় পর্যায়ের প্রতিটি ক্ষেত্রে।নারীকে দিতে হবে একজন পরিপূর্ণ মানুষের সম্মান ও মর্যাদা।ঘরে,বাইরে,কর্মস্থলে, শিক্ষাপ্রতিষ্ঠানে,যানবাহনে, পথচলায়,উন্মুক্ত অনুষ্ঠানাদিতে নারীর সার্বিক সুরক্ষা দিতে হবে। এছাড়া সিদ্ধান্ত গ্রহণে নারীর সম্পূর্ণ অংশগ্রহণ ও স্বাধীন মতামত প্রদান নিশ্চিত করতে ১১ দফা দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন. ঝালকাঠি কবিতা চক্রের আহবায়ক আল আমিন বাকলাই,সুজন সভাপতি ইলিয়াছ সিকদার ফরহাত, সাইডো নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ।