ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে আন্তজেলা বাস–মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন ও এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১২ টায় শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতানকে আহবায়ক ও মোঃ রাজ্জাক খলিফাকে সদস্য সচিব করে ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।
পরে এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো. আজিজ খলিফা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু,শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ টিপু সুলতান, সদস্য সচিব মোঃ রাজ্জাক খলিফা, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি শাহনাওয়াজ লাভলু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সকারের প্রধান শেখ হাসিনার ১৭ বছর শাসনামলে শ্রমিক ইউনিয়ন একটি দলীয় সংগঠন করে রেখেছিলো। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনার পতন ও দেশত্যাগ এর মধ্য দিয়ে দেশে একটি নতুন ধারা সৃষ্টি হয়েছে। ঝালকাঠি আন্তজেলা বাস–মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন শ্রমিকের উন্নয়নে কাজ করবে। সভায় নির্বাচনে মাধ্যমে শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি করার লক্ষ্যে ৩০ সদস্যের একটি নির্বাচন পরিচালনা টিম গঠন করা হয়।