ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি শিল্পকলা একাডেমী মিলনায়তনেতদ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেইঞ্জ কমান্ডার মোঃ আসাদুজ্জামান গণি।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জল রায়, ঝালকাঠি সেনা ক্যাম্পের মেজর সোভন শাহারিয়ার, ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ এইচ জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব অন্তরা হালদার, বরিশালের জেলা কমান্ড্যান্ট নাহিদ হাসান জনি। সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা আনসার কমান্ড্যান্ড প্রদীপ চন্দ্র দত্ত। অনুষ্ঠানে আনসার ভিডিপি সদস্যদের মধ্য থেকে বিভিন্ন পর্যায়ে কয়েকজন বক্তব্য রাখেন এবং আনসার ভিডিপির সদস্যদের মধ্যে ভাল কাজের জন্য ভিডিপি সদস্য মরিয়ম ইয়াসমিনকে ক্রেস্ট এবং অন্যান্য ২২জন আনসার ভিডিপি সদস্যকে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আনসার পরিপূর্ণ ডাটাবেজ তৃণমূল পর্যায়ে আনসার ভিডিপি কার্যক্রম সক্রিয়করণ, মৌলিক প্রশিক্ষণ, সম্মানী ভাতা বৃদ্ধি ও পূর্বের ন্যায় রেশন প্রদানের বিষয়ে প্রধান অতিথি তার বক্তব্যে আশা ব্যক্ত করেছেন। তিনি অতিতের আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদানের কথা তুলে ধরেন এবং আগামীতে এই বাহিনীকে একটি শক্তিশালী ও কার্যকর বাহিনী করা হবে বলে জানান।