ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় করোনা প্রতিরোধক ভ্যাকসিন নিতে যুবদের মধ্যে প্রবল আগ্রহ থাকা সত্বেও তারা ভ্যাকসিন নিতে পারছে না। ৩৫ বছরের নিচে কেহই সুরক্ষা পোর্টালে নিবন্ধন করতে পারছে না।
বুধবার পর্যন্ত ঝালকাঠি জেলায় ১৯হাজার ৩৪৮ জন প্রথম ডোজ ও ১৫হাজার ৬৬২জন দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন। নতুন ১হাজার ৩৮১জন নতুন করে নিবন্ধকৃতরা ভ্যাকসিন গ্রহণ করেছে। ঝালকাঠি জেলায় প্রথম ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে ১২হাজা ৭১১জন পুরুষ ও ৬হাজা ৬৩৭জন নারী রয়েছে।
দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে ১০হাজার ৭১০জন পুরুষ ও ৪হাজার ৯৫২জন নারী রয়েছে। নতুনকৃত নিবন্ধনকৃতদের মধ্যে ৮২৪জন পুরুষ ও ৫৫৭জন নারী রয়েছে। ঝালকাঠি জেলায় ১১হাজার ৪১৯টি ভ্যাকসিন মজুদ আছে।