ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত ‘জেলা উদ্যোক্তা পরিবার’ অসহায়দেরকে খাদ্য সহায়তা দিয়েছে। মঙ্গলবার দুপুরে ঝালকাঠি আদালত পাড়ায় স্বাধীনতা স্মৃতিস্তম্ভ চত্বরে আনুষ্ঠানিক ভাবে অসহায় পরিবারের হাতে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, লবন, আটা, সেমাই, দুধ, শুকনা খাবার, বিস্কুট, সাবান, মাস্ক ও প্রয়োজনীয় ঔষধ তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ ও সসদস্যরা।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর তরুন কর্মকার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিল হাবিবুর রহমান হাবিল এবং সমাজসেবক মোঃ ছবির হোসেন।
এর আগে গত ১১ জুলাই সংগঠনটির বর্ষপূর্তি উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে নিম্নবিত্ত ৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উদ্দ্যোক্তা পরিবারের সদস্যরা।
সংগঠনটির সভাপতি মো. মামুনুর রশীদ রনি বলেন, বৈশ্বিক মহামারীতে অসহায়দের পাশে দারিয়েছে গোটা বিশ্বের বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন। বাংলাদেশে সরকার ঘোষিত লগডাউন এবং ঈদকে সামনে রেখে কর্মহীন হওয়া অসহায় মানুষের জন্য কিছু একটা করতে পেরে আমরা গর্বিত।
খাদ্য সহায়তা বিতরনে সার্বিক সহায়তা করেছেন সংগঠনের সদস্য, মোঃ মাহিদুল ইসলাম রাব্বি, সদস্য গোপাল মোদক, লিংকন নকিব, সাব্বির হোসেন রানা, রমিত, জুবায়ের, হৃদয়, সাগর সহ অন্যান্য উদ্যোক্তারা।