ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির বীরশ্রেষ্ট শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীর মহিউদ্দিন স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত অনুর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ ক্রিকেট খেলোয়ারদের প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে এই বাছাই কার্যক্রম শুরু হয়। প্রতিটি গ্রæপে অনুর্ধ্ব ৩৫জন করে খেলোয়ার বাছাই করা হয়েছে। আগামীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে মেডিকেল টিম সরজমিনে এসে এই খেলোয়ারদের মধ্য থেকে বয়স ও মেডিকেল পরিক্ষা সম্পন্ন করে চ‚ড়ান্তভাবে গ্রæপ ভিত্তিক খেলোয়ার বাছাই করবেন। যাদেরকে চ‚ড়ান্তভাবে নির্বাচিত করা হবে সেই গ্রæপের সেই সকল খেলোয়ারদের নিয়েই জেলার ১৬ জনের দল গঠন করে প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হবে।
প্রাথমিক বাছাইপর্বের কার্যক্রমে বরিশাল বিভাগের বিভাগীয় কোচ তাসরিফুল ইসলাম টোটান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু, ঝালকাঠির ক্রিকেট ও কোচ ও সংস্থার নির্বাহী সাবেক সদস্য মানিক রায়, ঝালকাঠির জেলা ক্রিকেট কোচ আক্তরুজ্জামান নয়ন, ক্রিড়ামোদী সাংবাদিক উজ্জল রহমান উপস্থিত ছিলেন।