ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশু ও জোড় পূর্বক বাল্যবিবাহ প্রতিরোধে শীষর্ক পরীক্ষামূলক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্প প্লান ইন্টারন্যাশনাল এর আয়োজন করেছে।
রবিবার সকাল ১১টায় ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী এর উদ্বোধন করেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. কামাল হোসেন অবহিতকরণ সভার সমাপ্তি ঘোষণা করেন।
জেলা প্রশাসন, জেলা ও উপজেলা শিক্ষা অফিসারগণ শিক্ষক সমিতির নেতা ও বিভিন্ন বিদ্যালয়ের শ্কিষকসহ ৫০ জন অংশগ্রহণ করেছে। বর্তমান কোভিডকালিন সময়ে গোপনে বিভিন্ন যায়গায় বাল্যবিবাহ হচ্ছে এবং এই বাল্যবিবাহ সংক্রান্ত সকল তথ্য প্রধানের ক্ষেত্রে শিক্ষকদের আন্তরিক সহযোগীতা কামনা করা হয়েছে।