লেখকঃ শরীফ মোঃ ফাইজুল আলম
অনেক মানুষ নিজেই জানেনা কবে
মরে গেছে সে ভিতরে ভিতরে;
লোকালয় জমজমাট জৈবিক শবে
রোজগেরে স্থবির সংসার-কবরে৷
সময়ের শিরদাঁড়া খামচে রুদ্ধশ্বাস
পঁচে যাচ্ছি ক্রমাগত প্রতিদিন;
কালের পালকি দোলে জড় নিঃশ্বাস,
রক্তমাংস মোড়া আমার কফিন৷