কাঠালিয়া প্রতিনিধিঃ
জাতীয় শোক দিবসে আজকের বার্তা পত্রিকার কাঠালিয়া প্রতিনিধি সাংবাদিক খাইরুল আমিন ছগির এর কন্যা কাঠালিয়া পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা তানজিলাকে কবিতা আবৃত্তিতে পুরুস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির ও উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার।
এ সময় উপস্থিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জমান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, কাঠালিয়া অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, আইসিটি কর্মকর্তা অতনু কিশোর মুন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, ইতেফাক প্রতিনিধি, প্রভাষক আব্দুল হালিমসহ সরকারি বেসরকারী কমকর্তা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ ।
উল্লেখ্য যে, উক্ত কবিতাটি জাতীয় শোক দিবসের উপরে সাংবাদিক খাইরুল আমিন ছগির এর স্বরচিত কবিতা।
শোকে ভরা আগষ্ট
-সাংবাদিক খাইরুল আমিন ছগির
আগষ্ট তুমি শোকে ভরা, জীবন কেড়ে নেয়ার মাস ।
জাতির জনকের জীবন নিয়ে বাঙ্গালির করলে সর্বনাশ।
১৯৭৫ এর ১৫ই আগষ্ট গভীর রাতে,
বঙ্গবন্ধুর পরিবারের যারা ছিল সাথে,
মেরে ফেলে ঘাতকের দল করলো উপহাস।
আগষ্ট তুমি শোকে ভরা, জীবন কেড়ে নেয়ার মাস।।
ছাড়লো না ঘাতক অন্তঃসত্তা ও শিশু রাসেল কে,
জাতির আপন শ্রদ্ধাভাজন বঙ্গমাতাকে।
মেরে ওরা বিশ্বের কাছে করছে তা প্রকাশ।
আগষ্ট তুমি শোকে ভরা, জীবন কেড়ে নেয়ার মাস ।।
স্বাধীনতার মহান স্থপতির লোমহর্ষ অকাল মৃত্যুর সংবাদে,
বিদেশ বসে তার ত্বনায়াদ্বয় নিরুপায় হয়ে অঝর ধারায় কাধেঁ।
এ মৃত্যু দ্বারা রাজাকাররা সৃষ্টি করলো বাঙালির কলঙ্কময় ইতিহাস।
আগষ্ট তুমি শোকে ভরা, জীবন কেড়ে নেয়ার মাস।।
৭৫ এর ১৫ই আগষ্ট বাঙালি জাতি এতিম হলাম,
শোকে শোকাহত হয়ে মুজিব বর্ষ পার করলাম।
আজও র্নিমূল হয়নি ঘাতকদের বিষাক্ত নিশ্বাস,
আগষ্ট তুমি শোকে ভরা, জীবন কেড়ে নেয়ার মাস।।