জনতার খবর ডেস্কঃ জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, নির্বাচনে যার শক্তি বেশি সেই সিল মারবে। আজ ৩০ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে এ মন্তব্য করেন তিনি। সমকক্ষ সব দলের অংশগ্রহণে নির্বাচন সঠিক ও সুষ্ঠু হবে জানিয়ে কাজী ফিরোজ রশীদ বলেন, ইভিএম বা ব্যালটের নির্বাচনে যার শক্তি বেশি, সেই সিল মারবে। ভোটার ও এজেন্টের সামনে দিনেই সিল মারা হবে। আপনি কিছুই করতে পারবেন না।
তিনি বলেন, এসব কমিশন-টমিশন করে কিছু হবে? রাজনৈতিক দল না চাইলে কমিশনের দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। শুধু কমিশনের ঘাড়ে চাপিয়ে দেওয়া ঠিক নয়। জাতীয় পার্টির এই নেতা বলেন, নির্বাচনের সময় যার ক্ষমতা ও লোক সংখ্যা বেশি তাকে কোনো কিছুতেই রোধ করা যায় না। জয়ের জন্য সবাই নির্বাচন করে। নির্বাচনে যদি সক্ষমতা নিয়ে না দাঁড়াতে পারে, প্রতিদ্বন্দ্বী যদি সমকক্ষ না হয়, ভোট হয় না।
তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করতে না পারলে, নির্বাচন কমিশন ঢাকায় বসে কিছুই করতে পারবে না। তার ঘোষণাতে কিছু যায় আসে না।