ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মিলনায়তনে জাতীয় পর্যায়ে টি-১০ ক্রিকেটে এই প্রতিষ্ঠানের ক্রিকেট টীম চ্যাম্পিয়ন হয়েছে। তাদেরকে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিন্নাত রেহানা ফেরদৌসির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় এই দলের অধিনায়ক হাসিব, কোচ সুব্রত দাস, দলের ম্যানেজার শিক্ষক শহিদুল ইসলাম, শিক্ষক মোঃ ইসমাইল, শিক্ষক মোঃ ফরিদ হোসেন, সাংবাদিক ও ক্রিকেট কোচ মানিক রায় বক্তব্য রাখেন।
ঢাকার আগাড়গাও পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের ফাইনালে ঝালকাঠির এই প্রতিষ্ঠানের দল সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ দলকে সূচনীয়ভাবে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
আলোচনা সভা শেষে কেক কেটে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়। এরপূর্বে খেলোয়ারদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অধ্যক্ষ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। ফাইনাল খেলায় সুনামগঞ্জ টসে জিতে ব্যাট করে ৭৫ রানে অল আউট হয়। জবাবে ঝালকাঠি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ টিম খেলতে নেমে ৪ ওভারে নির্ধারিত রান করে বিজয়ী হয়। দলের রাসেল ভ‚ইয়া ম্যান অব দি ম্যাচ এবং ইয়াসিন ম্যান অব দি টুর্নামেন্ট নির্বাচিত হয়।