ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা নির্বাচন অফিসের চত্বরে জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের তত্ত¡বধানে চলমান কর্মসূচি অব্যাহত রাখার দাবীতে বৃহস্পতিবার সকাল ১১টায় মানববন্ধন করেছে নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।
ইতিপূর্বে মানববন্ধন চলাকালে বক্তারা বলেছেন ইতিপূর্বে সরকার জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপর ন্যাস্ত করার অভিলাশ ছিল এবং বর্তমান সরকারও জাতীয় পরিচয়পত্র অন্যকোন সংস্থার কাছে হস্তান্তর পায়তারা করছে।
জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের মাধ্যমে রাখার দাবী জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল হোসেন, সহকারী উপজেলা নির্বাচন অফিসার তানজিলা জারিন ইসলাম নাদিয়া, উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম, জেলা নির্বাচন অফিসের শাহ মোঃ আব্দুল্লাহ আল মামুন ও মোঃ সাজ্জাদ হোসেন।