জনতার খবর ডেক্সঃ
সাহসী সাংবাদিক নেতা ও আইনজীবী মোঃ আক্কাস সিকদারের বিরুদ্ধে হয়রানি মূলক ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জনতার খবর পরিবার।
আজ ২৯ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় জনতার খবর কার্যালয়ে এ প্রতিবাদ জানানো হয়। সাংবাদিক আক্কাস সিকদার দীর্ঘদিন যাবৎ ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তর, চ্যানেল ২৪ ও বাংলাদেশ সংবাদ সংস্থর ঝালকাঠি জেলা প্রতিনিধি ও একজন আইনজীবী।
তার বিরুদ্ধে জেলা আওয়ামীলীগের এক নেত্রী হয়রানি করার উদ্দেশ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে, আমরা জনতার খবর পরিবারের পক্ষ থেকে এ মামলার নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাই।