সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে মায়ের সঙ্গে ছাগল দেখছিল ছয় বছর বয়সী রবিউল মিয়া। হঠাৎ খালের স্রোতে পড়ে যায় শিশুটি। সন্তানকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিয়েও রক্ষা করতে পারলেন না মা। পরে স্থানীয়রা শিশুটির লাশ উদ্ধার করে। ২২ আগস্ট রোববার দুপুরে জগন্নাথপুর পৌরসভার হবিবপুর-সৈয়দপুর সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রবিউল হবিবপুর দক্ষিণপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মা মায়া বেগমের সঙ্গে বাড়ির পার্শ্ববর্তী হবিবপুর-সৈয়দপুর সড়ক এলাকায় ছাগল চড়াতে যায় রবিউল। এ সময় হঠাৎ পাশের একটি খালের স্রোতের পানিতে পড়ে যায়। ছেলেকে বাঁচাতে সঙ্গে সঙ্গে মা পানিতে ঝাঁপিয়ে পড়েন। এ সময় স্রোতের পানি থেকে ছেলেটিকে বাঁচাতে পারেননি তিনি। ঘণ্টাখানেক পর ওই খালের হবিবপুর এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করে স্থানীয়রা।