ঝালকাঠি প্রতিনিধিঃ
কেন্দ্রীয় ছাত্রদলের সাধরণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, একুশ শতক উপযোগী একটি ছাত্র রাজনীতি বিনির্মানে প্রত্যাশার যায়গা থেকে ছাত্রদল কাজ করে যাচ্ছে। ছাত্রলীগের দখলদারিত্ব এবং পিটিয়ে মানুষ মারার রাজনীতি, সাধরণ শিক্ষার্থীদের জোরকরে মিছেলে নেয়া, গেষ্টরুম কালচার, শ্রেনী কক্ষে আটকে নির্যাতনের রাজনীতির বিপরীতে জাতীয়তাবাদী ছাত্রদল কল্যানমূখী শিক্ষার্থী বান্ধব রাজনীতি প্রচলন করবে। তিনি গনতান্ত্রিক ব্যবস্থাকে উন্নতি করতে দেশের মালিকানা এদেশের মানুষের হাতে ফিরিয়ে দেয়ার জন্য সাধারণ শিক্ষাথীদের পাশে থেকে কাজ করতে আহবান জানান।
রোববার দুপুরে ঝালকাঠির সরকারি কলেজ চত্তরে সাধারণ শিক্ষার্থীদের সাথে মত বিনিময় কালে তিনি এসব কথা বলেন।
নাছির উদ্দিন আরো বলেন, খুনি হাসিনার নির্মম নির্যাতনের শিকার হয়ে ছাত্র দলের ১১৩ জন নেতাকর্মী শহীদ হয়েছেন, আহত এবং পঙ্গু হয়েছেন আরো অসংখ্য। ভবিষ্যতে কোন পরাজিত ফ্যাসিষ্ট শক্তি পূনরায় ক্ষমতা দখল করে এধরনে নির্যাতন করতে না পরে সেজন্য সকল শিক্ষার্থীদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান তিনি। ছাত্রলীগের মাস্তানী, হলদখল, ছিনতাই, রাহাজানি, গুন্ডামী এবং ধর্ষনের মত নেগেটিভ রাজনীতিরি বিপরীতে একটি ইতিবাচক রাজনীতিরি শুভসূচনা করার ঘোষনা দিয়েছেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. বায়েজিদ, জেলা ছাত্রদল সভাপতি আরিফুর রহমান খানসহ জেলা, উপজেলা এবং কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।