ডাঃ শাহজাদী ও ডাঃ মুনার অভিযোগের প্রাথমিক সত্যতা যাছাই এবং প্রমাণিত হওয়ার আগেই গ্রেফতার করার প্রতিবাদে মঙ্গল ও বুধবার ধর্মঘটের ডাক দিয়েছেন গাইনি চিকিৎসকরা। দেশজুড়ে দুই দিন ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা ও অস্ত্রোপচার বন্ধ রাখবেন তারা । সকালে রাজধানীর শাহবাগে আয়োজিত এক মানবন্ধনে গাইনি ও প্রসূতিবিদ চিকিৎসকদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনিকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) সভাপতি অধ্যাপক ডা. ফারহানা দেওয়ান এই ঘোষণা দেন। সহযোগী অধ্যাপক ডাঃ মাকসুদা ফরিদা আক্তার মিলিকে নিন্ম আদালতে আত্মসর্পনের নির্দেশে গভীর উদ্বেগ প্রকাশ করে এই ঘটনার নিন্দা জানান করেন। অবিলম্বে গ্রেফতারকৃত চিকিৎসকদের মুক্তির দাবি জানিয়ে ডাঃ মাকসুদা ফরিদা আক্তার মিলির নিন্ম আদালতে আত্মসর্পনের নির্দেশ প্রত্যাহারের দাবি জানায়।
তার আগে বিভিন্ন মেডিকেল সোসাইটির নেতৃবৃন্দসহ বিএমএ এর সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন এর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সেন্টাল হাসপাতালের দুইজন চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে নিন্মলিখিত সিদ্ধান্ত ও কর্মসূচীর সাথে ওএসবি একাত্মতা প্রকাশ করছে।

১৬ জুলাই তারিখে প্রতিটি মেডিকেল কলেজ, জেলা, উপজেলা এবং প্রাইভেট হাসপাতালে দুপুর ১২.০০ -১.০০ টা মানব বন্ধন। ১৭ ও ১৮ জুলাই সবার প্রাইভেট চেম্বার এবং প্রাইভেট অপারেশন বন্ধ থাকবে। কর্মসূচিতে সকল চিকিৎসককে সদস্যের অংশগ্রহণের আহবান জানান নেতারা।
ঢাকার সেন্ট্রাল হাসপাতালে অস্ত্রোপচারের পর নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে দেশজুড়ে দুই দিন ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা ও অস্ত্রোপচার বন্ধের কর্মসূচি শেষে ১৮জুলাই আবারও বিএম এর সাথে বসে পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করার কথা জানান গাইনি চিকিৎসকরা।
এদিকে, সহযোগী অধ্যাপক ডাঃ মাকসুদা ফরিদা আক্তার মিলিকে নিন্ম আদালতে আত্মসর্পনের নির্দেশ দেওয়ায় অফথ্যালমোলজীক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওএসবি) গভীর উদ্বেগ প্রকাশ করে এই ঘটনার নিন্দা জ্ঞাপন করেন। ওএসবি অবিলম্বে গ্রেফতারকৃত চিকিৎসকদের মুক্তির দাবি জানিয়ে ডাঃ মাকসুদা ফরিদা আক্তার মিলির নিন্ম আদালতে আত্মসর্পনের নির্দেশ প্রত্যাহারের দাবি জানায়।