চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ ইউনিয়নে পদ্মা নদীর পাড়ের তেলিখারি ঘাটে একটি ঘরে বজ্রপাতে পাঁচজন নারীসহ ২০ জনের মৃত্যু, আহত হয়েছে ১২ জন। আহতদের চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ ৪ আগষ্ট বুধবার দুপুর ১২ টায় পদ্মা নদীর পাড়ের তেলিখারি ঘাটে এ ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে বরের বাবা, ভাইসহ নিকট আত্মীয় ১২ জন রয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাকিব-আল-রাব্বি।
তবে ওই বরযাত্রী দলে মোট কতজন সদস্য ছিলো এবং যারা মারা গেছে তাদের মধ্যে পুরুষ, নারী বা শিশু কতজন সেটি নিশ্চিত করতে পারেনি স্থানীয় প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাকিব-আল-রাব্বি জানান বরযাত্রী দলটি উপজেলা সদরের সুন্দরপুর ইউনিয়নের অধিবাসী “তারা বরযাত্রী হিসেবে সুন্দরপুর ইউনিয়ন থেকে পদ্মা নদী পার হয়ে পাকা ইউনিয়নে যাচ্ছিলো। দক্ষিণ চরপাতা এলাকায় পদ্মার তেলিখারি ঘাটে আসলে প্রচণ্ড বৃষ্টি শুরু হলে তারা ঘাটেই একটি ঘরে আশ্রয় নেয়। ওই ঘরেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মৃতদেহগুলো আনা হচ্ছে এবং আমরা সেখানে যাচ্ছি।