কাঠালিয়া প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে উপকূলীয় জেলা ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় সন্ধ্যা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড়ে ক্ষয়-ক্ষতি কমানোর জন্য প্রস্তুতি মুলক জরুরী সভা করা হয়েছে।
আজ ২৩ অক্টোবর বুধবার বিকেলে উপজেলা প্রাশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এ জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম সভাপতিত্ব করেন।
প্রস্তুত রাখা হয়েছে ১৫ টি সাইক্লোন সেল্টার, ৬৬ টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৬ টি মেডিকেল টিম, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।
সভায় সহকারী কমিশনার (ভ‚মি) সঞ্চয় দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহমাদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাকিব হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ রুহুল আমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাচন অফিসার আঃ সত্তার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, আমুয়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ নকিরুল ইসলাম, কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, সাংবাদিক বাদল হাওলাদার সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, রেডক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।